কবিতা
Unhinged
I do not know from where this intense fragrance of coral jasmine came from. My roof garden did not smell this intense since the last monsoon. I carry the scent and keep ponderin...
আত্মপ্রকাশ
ওরা সবাই তোমায় নিয়ে বিশ্লেষণ করছে ,খুঁতখুঁতে চাহুনির মিটার স্কেল দিয়ে মাপছে তোমার সৌন্দর্য ।কেউ বা দাপিয়ে বেড়াচ্ছে অভিধান থেকে অভিধানে তোমার নামের পাশে ‘আশ্চর্যময়’ উপমা বসাবে বল...
দূর মানুষের গপ্পো
পিপীলিকার স্বপ্ন ছিল ,ছিল আটপৌরে সংসার উইপোকারা যত্নে তোলা ঢিবিতে নাম দিয়েছিল ‘স্বপ্নবিলাস’ কথা ছিল , আসছে শীতে আরও দুটো ঘর তুলবার এই ফাল্গুনে বুঝি ওই সবুজ দেয়ালের কোনটাতে...
নাগরিক কৃষ্ণচূড়া গাছ
নাগরিক কৃষ্ণচূড়া গাছ ,আজ শুধু তোমার কথা বল । কোন শিল্পীর ধূসর কল্পনায় অথবা কবিতার ফাটা জালে তুমি আটকে পড় ।তুমি আস্তাকুড়ের জঞ্জাল হয়ে ওঠ বৈদ্যুতিক তারের ভারে ।তোমার শরীর এখন নাগর...
এক রত্তি সুখ
এখানে , ঠিক এখানেই –স্পর্শ করতে পারছ তো ?না , না , ঠিক স্পর্শ নয় ;জায়গাটা অনুভূতির । এক আশ্চর্য অনুভূতির ।কপটতা যেখানে বাঞ্ছিত , অসার সত্যগুলোর ঠাই এখানে নেই ।যেখানে জীবনের পাওয়...
পরাহত
কতগুলো কংক্রিটের হৃদয় ঠাঁসাঠাসি করে বেঁচে আছি ঘুণের স্তুপ একে বেকে গড়ে তুলেছে শিরাবিন্যাস আমাদের মাঝে ছকে এঁকে দাগ কেটে অস্ততিতের পসরা সাজাই ঢালাও ভাবে এর নাম দিয়েছি জীবন তবু মন...
স্বাধীনতার স্বরূপ
স্বাধীনতাকে আমার অস্পৃশ্য মনে হয় মনে হয় তালগোল পাকানো একদলা অনুভূতির মত ,আর আমি তাকে টেনে হিঁচড়ে বসানোর চেষ্টা করি বস্তুগত ছকে ।সীমানার বেড়িবাঁধে আমি তাকে বসাতে পারি না ।স্বাধীন...
দীর্ঘশ্বাস
তোমাকে আটকে ফেলব আমি ,আমার এক একটা কলমের আঁচড়ে ছিন্নভিন্ন হবে তুমিঅতঃপর ভালবাসা ছড়িয়ে যাবে নীল দোয়াতের কালি হয়েআঙ্গুলের স্পর্শের চাইতে জোরাল স্পর্শে শিহরিত হবে তুমিসবুজ ঘাস...
বেনামি
এই শহর আমাকে শান্তি দেয় না ।কাঠখোট্টা দেয়ালের ফাঁকে মৃত রোদ দিনরাত আমার স্বপ্ন চুষে খেয়েছে ।আমার ছন্নছাড়া আবেগ খুব হিসেবে মেলানো নিউরনের মাঝে ঠাই করে নেয় নি । তাদের হৃদয় মৃতপ্রা...








